আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোস আর নেই। ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর পাঁচটা বিশ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি।
সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।