DhakaSunday , 3 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাবির ঈদুল আজহার ছুটি ১৫ দিন

Link Copied!

রাবির ঈদুল আজহার ছুটি ১৫ দিন

 রাজশাহী বিশ্ববিদ্যালয় ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছ। আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এবার ঈদে খোলা থাকছে আবাসিক হলসমূহ।

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল  তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফেরদৌসী জানান, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় প্রসঙ্গক্রমে হল খোলা রাখা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা কালে এবছর হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আগামীকাল অফিসিয়ালি বিষয়টি জানানো হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও ২২, ২৩ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৪ জুলাই থেকে শুরু হবে একাডেমিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম।

উল্লেখ্য, মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশে ধর্মীয় এ উৎসবটি আগামী ১০ জুলাই পালিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।