DhakaMonday , 11 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

টানা চতুর্থ উইম্বলডন শিরোপা জিতলেন জোকোভিচ

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জিতলেন জোকোভিচ। প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠা প্রতিদ্বন্দ্বী নিক কিরগিয়োসকে হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-২) গেমে। অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সংখ্যা নিয়ে গেছেন ২১-এ। তাতে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি রজার ফেদেরারকে (২০) এবং মাত্র একটি শিরোপা পিছিয়ে আছেন রাফায়েল নাদাল (২২) থেকে।

এ নিয়ে উইম্বলডনে সপ্তম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে তার চেয়ে বেশি শিরোপা কেবল ফেদেরারের।

যদিও রবিবার জোকোভিচের শুরুটা ছিল হতাশার। কিরগিয়োসের দুর্দান্ত সার্ভিয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না তিনি। তাছাড়া শুরুটাও হয়েছিল ধীর গতির। তবে প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়াতে সময় লাগেনি সার্বিয়ান নম্বর ওয়ানের। চমৎকার টেনিসে দ্বিতীয় সেটে ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ানকে পাত্তাই দেননি। জিতে নেন ৬-৩ সেটে।

তৃতীয় সেটও নিজের করে নেন ৬-৪ সেটে।

তবে পঞ্চম সেটে ঘাম ঝরাতে হয়েছে। কিরগিয়োস ম্যাচ ফিরতে সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। সেট যায় টাইব্রেকারে। তবে জোকোভিচের অভিজ্ঞতার কাছে হারতে হয় তাকে। চতুর্থ সেটে জোকোভিচ ম্যাচের ইতি টানে ৭-৬ (৭-২) গেমে জিতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।