DhakaSunday , 17 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আল রিয়াদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ দুপুরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মহানগরীর সাধুর মোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে। আজ বিকেলে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে মহানগরীর রামচন্দ্রপুর এলাকার নাজিরুল ইসলামের বাসাতে তার ছেলে আল রিয়াদের হেফাজতে বিপুল পরিমান মাদকদ্রব্যে মজুদ আছে জানতে পারে র‌্যাব-৫। র‌্যাবের একটি টিম সেই বাড়িতে পৌঁছানো মাত্র আল রিয়াদ পালানোর চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে রিয়াদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন রয়েছে বলে জানায়। পরে তার বাড়ির একটি কক্ষ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি লোহার হাতুড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ তাকে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব-৫।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।