DhakaSunday , 17 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আল রিয়াদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ দুপুরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মহানগরীর সাধুর মোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে। আজ বিকেলে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে মহানগরীর রামচন্দ্রপুর এলাকার নাজিরুল ইসলামের বাসাতে তার ছেলে আল রিয়াদের হেফাজতে বিপুল পরিমান মাদকদ্রব্যে মজুদ আছে জানতে পারে র‌্যাব-৫। র‌্যাবের একটি টিম সেই বাড়িতে পৌঁছানো মাত্র আল রিয়াদ পালানোর চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে রিয়াদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন রয়েছে বলে জানায়। পরে তার বাড়ির একটি কক্ষ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি লোহার হাতুড়ি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ তাকে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব-৫।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।