DhakaWednesday , 17 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির সেরা দশে মুস্তাফিজ

Link Copied!

মাঠে সময়টা খুব একটা ভাল কাটছে না। এক ম্যাচে ভাল করছেন তো আরেক ম্যাচে খারাপ। এই যেমন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে বল হাতে ভাল করা তাইজুল ইসলামের আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। স্পিনার তাইজুল ১৮ ধাপ এগিয়েছেন।

ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে এখন আছেন এই বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দুজনই দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজ ৫.২ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট।

তাইজুল ৯ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এমন বোলিংয়ের পরই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ১০৫ রানের ব্যবধানে।

অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ। ৫৭ রান দিয়ে নিয়েছিলেন মাত্র ১ উইকেট। এরপর অবশ্য চোটের কারনে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার।

অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। তবুও বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তিনি।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তিনি আছেন ১৬তম স্থানেই। এক ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৪ নম্বরে উঠে এসেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮৫ রানের ইনিংস খেলে আফিফ হোসেন ধ্রুব উঠে এসেছেন ৮৫তম স্থানে। সেই ম্যাচে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে আছেন ২১ নম্বরে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।