DhakaSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চলতি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো ১০০ টি মোবাইল ফোন উদ্ধার

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ চলতি মাস সেপ্টেম্বরের তিন সপ্তাহে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো ১০০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মহানগরীতে হারানো মোবাইল ফোন উদ্ধারে আরএমপি’র প্রতি আস্থা বাড়ছে নগরবাসীর। এই কাজে তথ্য প্রযুক্তিগত সকল সহায়তা করে আসছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মো. রফিকুল আললে এই তথ্য জানান।জানান, আরএমপি’র কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ দমনে মহানগরবাসীর প্রত্যাশাপূরণে গত ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর,সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর হতেই এই ইউনিট ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই-ডাকাতি-সহ হারানো মোবাইল ফোন উদ্ধারে অনন্য সাফল্য দেখিয়ে আসছে। সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, পিপিএম(সেবা) জানান, চলতি মাসে (সেপ্টেম্বর) আরএমপি’র ১২ থানা ও মহানগর ডিবি পুলিশকে বিভিন্ন ব্রান্ডের একশতটি মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিগত তথ্যাদি সরবরাহ করে সহায়তা করেছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট। এতে করে আরএমপি’র প্রতি নগরবাসীর আস্থা বাড়ায় এখন গড়ে প্রতি দিন প্রায় ২০ টি করে মোবাইল ফোন হারানো জিডি’র তথ্যাদি চেয়ে আবেদন করছে। এমনকি পাশ্ববর্তী জেলাগুলোতেও চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহ করছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট। এরকম মোবাইল ফোন হারানোর ঘটনায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া প্রযুক্তিগত তথ্যাদি পর্যালোচনা করে আরএমপি’র বিভিন্ন থানা ও ডিবি পুলিশ তিন সপ্তাহে ১০০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। যার কারণে হারানো মোবাইল উদ্ধারে আরএমপি’র প্রতি ভরসা বেড়েছে রাজশাহী মহানগরবাসীর। হারানো ফোন পেয়ে মালিকরা আরএমপি’র পুলিশ কমিশনার-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, পিপিএম(সেবা) আরো জানান, প্রতিষ্ঠার দুই বছরে প্রায় ২০০০ মোবাইল ও ১২ টি ল্যাপটপ উদ্ধার করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট প্রতিনিয়ত হারানো মোবাইল ,ডিজিটাল সকল অপরাধ দমনে আরো সক্রিয় ভূমিকা রাখবে। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের রাজশাহী নগরীর সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় তথ্য দিয়ে জিডি করার পরামর্শ দিয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।