স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে ০৪টি বিদেশী রিভলবার, ০৩টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগজিন, ০৮ রাউন্ড তাজা গুলি, ০৪ রাউন্ড গুলির খোসা, ০১ কেজি ১০০ গ্রাম গান পাউডারসহ ৩ জনকে গ্রেফতার করেছেন র্যাব।
আজ দুপুরে র্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃতরা হলেন, মহানগরীর মতিহার থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে আতিক, তার সহযোগী চর কাজলা এলাকায় ঝড়ু’র ছেলে শাহীন ও ধরমপুর পূর্বপাড়া এলাকার শহিদুল।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে র্যাব-৫ এর সিপিএসসি টিম তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় সিপিএসসির একটি চৌকস দল কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রীয় সদস্য আতিকের বাড়ীতে অপারেশন পরিচালনা করে এবং সন্ত্রাসী আতিককে গ্রেফতার করতে সক্ষম হয়। আতিক অবৈধ অস্ত্রগুলো তার মুরগীর খামারের পার্শ্বে একটি ছোট ঘরে রেখেছিল।
উক্ত ঘরটির ভিতর দিক দিয়ে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পরবর্তীতে আসামী নিজের হাতে অস্ত্র গুলো বের করে দেয়। একই সাথে তার মুরগীর খামারে রাখা ককটেল বানানোর বিভিন্ন উপকরণ গুলোও বের করে দেয়।