গোদাগাড়ী প্রতিনিধিঃ গোদাগাড়ী উপজেলায় পুলিশভ্যানে বাসের ধাক্কায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল আব্দুল হালিম (৪০) ও মো. জিন্নাত আলী।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ডিউটি চলাকালে গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের একটি বাস পুলিশের ভ্যানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।