DhakaSaturday , 19 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের জালে প্রশ্নপত্রসহ শিক্ষকসহ ৮জন গ্রেফতার

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ  রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করার সময় ৮ জনকে আটক করেছে র‌্যাব-৫। এর মধ্যে চারজন শিক্ষক এবং তাদের ৪ জন সহযোগীকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ রাতে র‌্যাব-৫ এ অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর
নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে ভাই ভাই ভ্যারাইটিজ স্টোর এ্যন্ড ফটোস্ট্যান্ট এর দোকানে উত্তরপত্র তৈরি ও বিক্রির কার্যক্রম চলে। সেগুলো পাশের একটি কলেজ থেকে এনে প্রতিটি উত্তরপত্র ৩০০ থেকে ৫০০ টাকায় গোপনে বিক্রি করে অভিযুক্তরা। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে বাগমারা থানার রামগুইয়া এলাকার বাসিন্দা শামসুল ইসলাম, চাঁইপাড়ার জাকিরুল ইসলাম,দানগাছির দুলাল হোসেন,খাঁপুর এলাকার মমিন মন্ডল,গুনিয়াডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম, খলিশপাড়া এলাকার তোফায়েল হোসেন। এছাড়াও নাটোর জেলার নলডাঙ্গা এলাকার তৌহিদুল ইসলাম,নওগাঁ জেলার পতœীতলা এলাকার মোরশেদুল আলম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।