DhakaThursday , 22 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় অবৈধ ইট ভাটায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

Link Copied!

 

বাগমারা থেকে সমিতঃ রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা চারটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনের (৬ ধারা) লঘœনের দায়ে মোবাইল কোট পরিচালনা করে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। দুপুরে বাগমারা থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা বানাইপুরের আবুল কালাম এর অবৈধ ইট পুড়ানোর চুলি উড়িয়ে দেয়া হয়েছে। একই ভাবে গোবিন্দপাড়ার ইব্রাহীম হোসেনের ইট ভাটা, হাটগাঙ্গোপাড়ায় সুলতান হোসেনের ইট ভাটা ও মোজাম্মেল হকের ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসব অবৈধ ভাবে গড়ে উঠা ভাটা পানি দিয়ে আগুন নিভে দেয়া হয়। এছাড়া ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। অভৈধ ইট ভাটা, ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তিন ভাটার ৭০ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাগমারায় অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিগত দিনে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী। এই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনায় করা হয়। এ অভিযান কালে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবীর হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।