ষ্টাফ রিপোর্টারঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায়। নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তা মেনে নেয়া হবে না।
বুধবার রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। অধিকারের প্রশ্নে কমিশনের চোখে সবাই এক। গুরুতর আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দ্বিধা করা হবে না।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। কমিশনের কেউ কোনো দল বা পক্ষের হয়ে কাজ করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। নির্বাচনের দিন কোনো সমস্যা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, ইসি সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ভোটগ্রহণ হবে ইভিএমে।