বাংলার সকাল ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনে বসার পাঁচমাস পেরিয়ে গেলেও আনন্দের যেন কমতি নেই আলবিসেলেস্তাদের মাঝে। এরই মধ্যে ফিফা উইন্ডো অনুযায়ী, চীন ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা।
ফুটবল ছাড়াও মেসিদের দেশের হকি খেলাটি বেশ জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় চলমান হকি প্রো লিগে অংশ নিয়েছে আর্জেন্টিনা হকি দল। চলতি ২০২২-২৩ মৌসুমের ৪৫তম ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চীন। দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
শুক্রবার নেদারল্যান্ডসের আইন্ডহোভেনে লড়বে আর্জেন্টিনা-চীন। খেলাটি বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত রাত ১১টা ৪০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচটি।