DhakaTuesday , 13 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

তানোরে গলায় ফাঁস দিয়ে ২ জ‌নের আত্মহত্যা

Link Copied!

তানোর প্রতিনিধিঃ রাজশাহী তানোরে পৃথকভা‌বে গলায় ফাঁস দিয়ে দুইজন আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামে ও পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই সাথে দুটি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলো- তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামের মৃত হনু মন্ডলের পুত্র মানিক মন্ডল (৬৪) ও একই উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আলেয়া (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিক তার বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় ফাঁসে‌ দেন আর আলেয়া তার শয়নকক্ষে তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে মৃত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। আর আলেয়ার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, সকাল ৬টার দিকে পৃথকভাবে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেয়া হলেও আলেয়ার লাশ পোস্টমর্টেমের মর্গে পাঠানো হয়েছে।
তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি বলেও জানান ওসি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।