DhakaSaturday , 2 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে দেশটির শীর্ষ গ্যাং লিডার। বারবিকিউ নামে পরিচিত ওই গ্যাং লিডারের নাম জিমি চেরিজিয়ার। শুক্রবার (১ মার্চ) তিনি সতর্ক করে বলেছেন, দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সহিংসতার ঘটনা বেড়েছেই চলেছে। শহরটির বেশ কয়েকটি স্থানে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রাজধানীতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শিশুদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখতে বলেছে জিমি চেরিজিয়ার।

শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এই গ্যাং নেতা বলেছিলেন, যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে। আমরা এরিয়েল হেনরির সঙ্গে লড়াই চালিয়ে যাব। ক্ষতি এড়াতে শিশুদের বাড়িতে রাখুন।

হাইতির রাজধানীর কিছু এলাকায় ভারী বন্দুকযুদ্ধের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। রাস্তায় পোড়া বাস ও পুড়ে যাওয়া ব্যারিকেডগুলো পড়ে আছে। বাতাসে আগুনের ঘন কালো ধোঁয়ার কারণে সহিংসতার আশপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

রাজধানীর প্রধান কন্টেইনার বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে সশস্ত্র ব্যক্তিরা। জানা গেছে, শহরের আরও পুলিশ স্টেশনে হামলার হুমকি দিয়েছে গ্যাংগুলো। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি রয়টার্স।

চেরিজিয়ার হাইতির একজন সাবেক পুলিশ অফিসার ছিলেন। তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।