DhakaTuesday , 30 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাটোরের নলডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

Link Copied!

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :নাটোরের নলডাঙ্গায় একটি তাফসিরুল কুরআন মাহফিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস এম ফিরোজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কমিশন। একই সঙ্গে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৯ এপ্রিল) তার স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ নোটিশ করা হয়। এস এম ফিরোজ উদ্দিন নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে (আনারস প্রতীক) নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে শোকজ নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি এস, এম, ফিরোজ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৬ এপ্রিল খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন এবং উপস্থিত মুসল্লিবৃন্দ ও এলাকাবাসীর কাছে দোয়া সহযোগীতা ও ভোট প্রার্থনা করেছেন। যাহা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি-২০ লংঘন হয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২০ লংঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাঁর ব্যাখ্যা আগামী ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে নাটোরে তিন উপজেলা এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।