DhakaThursday , 31 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় বাইক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত-৪

Link Copied!

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুয়াকাটার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে মোটরসাইকেল চালক মোঃ বেলাল (২৭) অটোচালক রনি(২৮) অটোযাত্রী মোঃ শাহজালাল (৩২) আহত হয়েছে। এদের মধ্য মটোরসাইকেল আরোহী কাউয়ুম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। এরা সবাই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অটোযাত্রী শাজ জালাল বলেন, মোটরসাইকেলটি রং সাইড দিয়ে দ্রুত অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৪জন হাসপাতালে এসেছে, এদের মধ্যে কাইউম নামের একজনের মাথায় প্রচন্ড আঘাত পায় বর্তমানে অবস্থা সংকটাপন্ন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,আমি সোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয় দিয়েছি,পরবর্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।