DhakaFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জয় উৎসব এবারও ছাদ খোলা বাসে সাফ ফুটবল জয়ী দলের

Link Copied!

বাংলার সকাল ডেস্ক:  বিমানবন্দরের বাইরে প্রস্তুত ছাদখেলা বাস। যার চারপাশে বাহারি সাজে ফুটে উঠেছে শিরোপা উদযাপনের আকাক্সিক্ষত ছবি। অপেক্ষা সেই সাফ শিরোপাজয়ী নারী দলকে বরণ করে নেওয়ার। সেই অপেক্ষাটা হলো একটু বাড়তি। প্রত্যাশিত সময়ের খানিক পর দেশের মাটিতে পা রাখলেন সাবিনারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই বছর আগের সুখ স্মৃতিকে রোমন্থন করল পুরো দল। ‘চ্যাম্পিয়ন’ লেখায় খোদিত কাপড়ে আবৃত বাস চেপে ঢাকার রাজপথে জয়রথ করলেন সাবিনা-তহুরারা।
দুই বছর আগেও একই ঢঙে জয়োৎসব করেছে মেয়েরা। তাদের উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে ভক্ত-সমর্থকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই রাস্তার দুপাশ থেকে কেবল ‘চ্যাম্পিয়ন’ স্লোগানে সরব উৎসুক জনতা। সাফজয়ী নারীদের সঙ্গে ছবি একটা ছবি তুলতে পারলেই যেন মিলবে প্রশান্তির ছোঁয়া। সমর্থকদের সাড়া দিতে ঝান্ডা হাতে ব্যস্ত সময় পার করেছেন সাবিনা-মনিকারাও। বাফুফে ভবনে আসার আগপর্যন্ত তিন ঘণ্টা ধরে পথের গল্পটা ছিল ঠিক এ রকমই। এরপর বাফুফে ভবনে প্রবেশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
পরে জয়ী দলের হাতে ১ কোটি টাকার চেক প্রদান করে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা জানাতে আমি বাফুফেতে এসেছি এবং আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। শনিবার (আগামীকাল) বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন। মেয়েরা সেদিন স্যারের সঙ্গে দেখা করবেন।’
১ কোটি টাকা পুরস্কার তুলে দিয়ে আসিফ বলেছেন, ‘নারী ফুটবল দলের এই  জাতীয় ও আন্তর্জাতিক অর্জন এবং জাতিকে এমন সুন্দর একটা বিজয় উপহার দেওয়ার জন্য আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছি এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা পুরস্কার (২০ লাখ টাকা) ঘোষণা করেছে তাদের জন্য।’
নেপালে ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে জিতে ট্রফি জয় করেছে। ফাইনালের কথা তুলে ধরে ক্রীড়া উপদেষ্টা বললেন, ‘নেপালের স্টেডিয়ামের সমর্থকরা তাদের দলকে সমর্থন জানিয়ে যে চিৎকার করছিল, সেটির বিরুদ্ধেও তারা দারুণ আত্মবিশ^াস দেখিয়ে বিজয় ছিনিয়ে আনায় তাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী যেভাবে তাদের বরণ করে নিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
বেতন কাঠামো বৈষম্য, সময়মতো বেতন না পাওয়া নারী ফুটবলের নিয়মিত চিত্র। সেই দৃশ্যপট বদলানোর বার্তাও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আপনারা জানেন বাংলাদেশ নারী ফুটবল দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যে বৈষম্য ও সুযোগ-সুবিধার ব্যাপারে কিছু অভিযোগ আছে। আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলো সমাধানের জন্য ইতিমধ্যে বাফুফের সঙ্গে কথা বলেছি। বিসিবির সঙ্গেও কথা বলছি। এই বিষয়গুলো আমরা দ্রুতই সমাধান করতে পারব বলে আশা রাখছি। আগামী দিনে বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে, আশা করি আরও বড় কোনো টুর্নামেন্ট, আরও বড় কোনো শিরোপা তারা ছিনিয়ে আনবে বলে আমরা আশাবাদী এবং এ ব্যাপারে যেকোনো ধরনের সহায়তা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার জন্য সর্বোচ্চ সদিচ্ছা আছে এবং সামনের দিনে আমরা এগুলো করব।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।