DhakaFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেনা সদস্য ও ইমামসহ ৩ জন রাজশাহীর মোহনপুরে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত

Link Copied!

মোহনপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে খড় বোঝাই স্টিয়ারিং ভটভটির সাথে সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সেনা সদস্য ও ইমাম নিহত হন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান নিহতদের খবর নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা গেছে।নিহত সেনা সদস্য মো: পলাশ (২১) নওগাঁ জেলার মান্দা থানার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সাভার ক্যান্টনমেন্টে কর্মরত। অপরজন মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস(৪০)। তিনি নওগাঁ জেলার রানীনগর থানার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজীর ছেলে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের উপর যাত্রী বোঝায় একটি সিএনজিকে পেছন থেকে আরেকটি সিএনজি ওভারটেক করতে গিয়ে বিপরীত বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত স্টিয়ারিং ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন বলে জানান চিকিৎসক।
এর আগে দুপুরে কেশরহাট বাজার সংলগ্ন বাকশৈল গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়হান কোল্ড স্টোরের সামনে অটো ভ্যান ইউটার্ন নেওয়ার সময় নওগাঁর দিক থেকে আসা মোটরসাইকেল চালক অটো ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক আমিনুল ইসলাম (৩৪) মোহনপুরে উপজেলার কেশরহাট পৌর এলাকার সাকোয়া গ্রামের মোঃ কছিম উদ্দিনের ছেলে। আহত অপর মোটরসাইকেল চালক মোস্তাহিদ এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ওসি আব্দুল হাননান জানান, রাতে দুর্ঘটনার সাথে জড়িত খড় বোঝাই ভুটভুটি ও দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি জব্দ করা হয়েছে। দুই গাড়ির ড্রাইভারকে থানা হেফাজতে আনা হয়। এর আগে দুপুরের ঘটনায় কেশরহাট থেকে ভটভটি ও একটি মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।