স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামানের ব্যক্তিগত সচিব বিপুল কুমার সরকারসহ ৭ এজাহার নামিয় আসামীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ রবিবার ভোরে মহানগরীর বিভিন্ন এলঅকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মীর মোহাম্মদ সাফিন মাহমুদ।
আটককৃতদেও মধ্যে বিপুলকে নগরীর রানিনগর পানির ট্যাঙ্ক এলাকার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে নগরীর বোয়ালীয়া মডেল থানয় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, গ্রেফতারকৃত বিপুলকে রাজশাহী সিটি কর্পোরেশ স্বাস্থ্য সহকারী পদে নিয়োগদিলেও নিয়মবহি:ভুতভাবে তাকে মেয়রের ব্যক্তিগত সচিবের দায়িত্ব দেয়া হয়। এই দায়িত্বে থেকে বিপুল মেয়রের অবৈধ অর্থ লেনদেনের দায়িত্ব পালন কওে এসেছে। অভিযোগ রয়েছে জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী আন্দলন ঠেকাতে বিভিন্ন ব্যাক্তি-গোষ্ঠি ও সংস্থার সাথে অর্থ লেনদেনের দায়িত্বও পালন করেছেন তিনি। গত ৫ আগষ্ট রাজশাহী নগর ভবনে নথি গায়েব করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দপ্তর গুলোতে আগুন দেয়াসহ বিপুল পরিমান নগদ অর্থ সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত অন্য অসামীরা হলো, রাসিকের ১৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, আওয়ামী কর্মী নগরীর কেদুর মোড় এলাকার সাব্বির হোসেন, হেতেম খাঁ সাহাজি পাড়া এলাকার তানজিব ইসলাম সোহান, বাজে কাজলা এলাকার মোহাম্মদ এনামুল ও মোহাম্মদ সজিব।