আমিনুল ইসলাম বনি : তীব্র শীতে রাজশাহী মানুষের জনজীবন বিপর্যস্ত প্রায়। তীব্র শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র এ শীত নিবারণের জন্য মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের তেরখাদিয়া এলাকার সমাজ সেবক মো: উজ্জ্বল আলী। উজ্জল আলীকে এ কাজে সহযোগিতা করেন এলাকার কয়েকজন তরুণ। তারা প্রায় নিজ হাতে বাড়িতে বাড়িতে ৫০০ কম্বল পৌঁছে দেন। এ তরুণদের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা নাদিম জানান, মো: উজ্জল আলী সবসময় এলাকার মানুষের পাশে থেকে মানুষের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। এ তীব্র শীত নিবারণের জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন। স্বেচ্ছায় শ্রম দেওয়া এলাকার এ তরুণদের দাবি আগমী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মো: উজ্বল আলী ভাইকে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। বাড়ি বাড়ি কম্বল পৌঁছানোর কাজে ছিলেন পরাগ, বাপি, আরিফ, জনি, সাফায়েত ইসলাম রাসেল, সেতু, শাহ আলম, কালো চাচা সহ আরো তেরখাদিয়া এলাকার তরুন নেতারা।