DhakaSunday , 12 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

ষ্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার আরএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজন সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য হলো সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টার ৯৩ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত এনজিও প্রতিনিধিরা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন। তারা জানান, সামাজিক সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনর্বাসন প্রক্রিয়ায় আরএমপির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম গতিশীল করতে পরামর্শ দেন। পাশাপাশি সহিংসতার শিকারদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ১২টি থানার ওসি, নারী ও শিশু হেল্প ডেক্সের ইনচার্জ, এবং ৮টি এনজিও -এর প্রতিনিধিরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।