DhakaMonday , 13 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীর কাকনহাটে সান্তালদের সহ্রাই পরব পালিত

Link Copied!

স্টাফ রিপোর্টার :“সৌরি সহরায় পরবরে যতগিবুন মিদু:আ” ‘সহ্রাই পরবের মধ্য দিয়ে আমরা একত্রিত হব’ এই শ্ল্গোানকে সামনে রেখে আজ ১৩ জানুয়ারী, ২০২৫ রোজ সোমবার জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সমাজ সংগঠনের আয়োজনে, রক্ষাগোলা সমন্বয় কমিটির সহায়তায় ও সিসিবিভিওর একাত্মতায় গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামে ৪দিনব্যাপী সান্তালদের জাতিগত উৎসব সহ্রাই পরব পালিত হয়। উক্ত উৎসবে আশেপাশের সমস্ত সান্তাল জনজাতির গ্রামসমূহ পরবে অংশগ্রহণ করে। ৪দিনব্যাপী উৎসব ‘উম’ এর আনুষ্ঠানিকতার মাধ্যমে সহ্রায় পরবের সূচনা করে বঙ্গান, খুন্টও, জালি, সাক্রাত, দারাম, র‌্যালী, খেলা, শিকার করা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। সমাপনী পর্বে আলোচনা সভায় জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম ধনাই সরেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগমাঝি পেনা হাঁসদা, গুডিত সুনীল হেম্ব্রম, সচিব লালন হেম্ব্রম, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন, সিসিবিভিও’র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শাখা ইনচার্জ নিরাবুল ইসলাম, সমাজ সংগঠক কাথারিনা হাঁসদা, মানিক এক্কা, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম, বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে পুরষ্কার বিতরণী ও অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।