সাইফি রহমান জানান, শীত নিবারণের জন্য ছিন্নমূল বৃদ্ধ মানুষের জন্য নিজ উদ্যোগে তিনি এই আশ্রয় কেন্দ্র খুলেছেন। এ আশ্রয় কেন্দ্রে প্রতিদিন রাএে ২০ জন বৃদ্ধ ছিন্নমুল মানুষ আশ্রয় পায়। রাজশাহী রেল স্টেশন হতে ভদ্রা যাওয়ার পথে সেরিকালচার বাউন্ডারি ওয়াল সংল্গন অব্যহৃত ফুটপাতের উপর এ আশ্রয় কেন্দ্রটি নির্মান করা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রের ঘরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বাস, ত্রিপল, ককশিট এবং কার্টুন বক্স। আশ্রয় কেন্দ্রটির আয়তন ৪০ বাই ১০ ফিট। আশ্রয় কেন্দ্রটি সম্পন্ন অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে এবং চার কোন চারটি রুম হিটার স্থাপন করা হয়েছে।
সাইফি রহমান আরো জানায়, এ বছর পুরো শীত জুড়ে আমরা এই আশ্রয় কেন্দ্রটি খোলা রেখেছি এবং শীতের শেষ পর্যন্ত সেবা দিয়ে যাবো। আগামী বছর থেকে শীতকালে রাজশাহীর আরো বিভিন্ন পয়েন্টে শীতার্তদের জন্য এই ফ্রি আশ্রয় কেন্দ্র খোলার চেষ্টা করব।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, মানুষের দুঃখ ও কষ্ট লাঘবে যে কোন উদ্যোগকেই আমরা স্বাগত জানাই। শীতার্তদের জন্য ফ্রি আশ্রয় কেন্দ্র অবশ্যই ছিন্নমূল ও বৃদ্ধ মানুষের শীত নিবারণে ভূমিকা রাখছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল হাই শিকদার জানান, সত্যি এটি একটি অনন্য উদ্যোগ। এখানে ছিন্নমূল শীতার্ত মানুষরা আশ্রয় পাচ্ছে।শীতার্তদের জন্য ফ্রি আশ্রয় কেন্দ্র খোলার কারনে শীতার্ত ছিন্নমূল মানুষেরা রাত্রে থাকার ঠিকানা পেয়েছে। সাইফি রহমানের মত সমাজের সকল বিত্তবানদের শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর আহবান জানান আব্দুল হাই শিকদার।
সাইফি রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম বলেন,শীত নিবারনের জন্য শীতার্তদের মাঝে বিভিন্ন সংগঠন কম্বল বিতরণ করে থাকে। কিন্তু শীতার্তদের জন্য ফ্রি আশ্রয় কেন্দ্র নির্মাণ সাইফি রহমানের সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এরকম ভিন্নমাত্রার উদ্যোগ রাজশাহীর তরুণ সমাজকে আরো ভিন্ন ভিন্ন সামাজিক কাজের অংশগ্রহনে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য , সাইফি রহমান রাজশাহীর সাবেকে এমপি ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বড় পুত্র।