স্টাফ রিপোর্টার :রাজশাহী পবা উপজেলা পকেট আহবায়ক কমিটি বাতিল ও ৮টি ইউনিয়নের কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠনের দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতার। রোববার দুপুরে রাজশাহী মহানগরীর ভূবন মোহন পার্কে পার্টির নির্দেশনা অমান্য করে জেলা বিএনপির হঠকারী সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আায়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে খোলা স্থানে সম্মেলনের মাধ্যমে সকল জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে হবে। অথচ দলের ত্যাগী ও স্বৈরাচার হাসিনা সরকার পতন আন্দোলনে যারা সক্রিয় অংশ নেয়া নেতাদের বাদ দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার এবং একজন যগ্ম সাধারণ সম্পাদক তাদের পছন্দের মানুষ দিয়ে পকেট কমিটি গঠন করছে। এতে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের সাংগঠনিক কাঠামো নষ্ট হচ্ছে। সংবাদ সম্মেলনে দাবী করা হয় এই সব কমিটির ব্যাপারে অন্য সব যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্যদের সাথে কোন আলোচনা বা পরামর্শ নেয়া হয় না।
অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল সহ পবা উপজেলার ৮টি ইউনিয়নের কমিটি কাউন্সিলের মাধ্যমে করার দাবী জানানো হয়। অনিয়ম তান্ত্রিক ভাবে দেয়া পকেট কমিটি বাতিল করা না হলে সাধারণ ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দুর্বার আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সদস্য শাহাজান আলী, আব্দুর রাজ্জাক, সুলতান আহমেদ, আনোয়ার হোসেন উজ্জলসহ জেলা বিএনপির জেলা যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের প্রায় ২৫জন নেতা।