স্টাফ রিপোর্টার : বিএনপি’র চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী মহানগরীর ২৬ নং ওয়ার্ড আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি জাহাব পান্না উপস্থিত ছিলেন আরো রাজশাহী ডক্টর অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা: ওয়াসিম উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসারত তার আশু রোগ মুক্তির কামনায় আজকে আমরা সকলে এই দোয়ার অনুষ্ঠানে সমবেত হয়েছি। আমি আশা করি আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে ও তারেক রহমান সহ ফিরে এসে বাংলাদেশের হাল ধরবেন। আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ২৬ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি আসলাম উদ্দিন।