স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ কর্মস্থলে যোগদান করেছেন। রোববার (২৬ জানুয়ারি) নিজ দফতরে যোগদান শেষে তিনি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, তিনি পবা উপজেলা ইউএনও হিসেবে যোগদানের আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নাটোরের লালপুর ও রাজশাহীর পুঠিয়া উপজেলায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।