স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে যুবদল নেতা চয়েন উদ্দিন শেখ এর উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌপুকুরিয়া, বরিদ বাশাইল ও রৈপাড়া এলাকায় প্রায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন শেখ, আহবায়ক সদস্য মীর মোহাম্মদ আব্দুল আহাদ,যবদলকর্মী ইব্রাহিম,আলামিন,আব্দুল ওহাব,শহিদুল ইসলাম শহীদ,আব্দুর রহিম,শহিদুল ইসলামসহ যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে যুবদল নেতা চয়েন উদ্দিন শেখ বলেন, বিগত সময় জেল-জুলুম, হামলা-মামলা নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেছে। তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আ.লীগের পতিত সরকারের আমলে ’ তারা দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রচার চালাতে ব্যস্ত ছিলেন। কিন্তু দেশের মানুষের পেটে ভাত নেই। গায়ে কাপড় নেই। অথচ এসব দিকে তাদের কোন নজর নেই। কিন্তু বিএনপির লোকজন সবসময় দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েঠে। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি।