বাংলার সকাল ডেস্ক: প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহ করা সাফজয়ী ১৮ জন নারী ফুটবলার অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ জানান, ‘সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতায় আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না।’
সংযুক্ত আরব আমিরাত সফরের পর মেয়েরা অনুশীলনে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘২৪ তারিখ আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল চলে যাবে ২৪ তারিখ, ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে।’
অনুশীলনের সময় ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারও সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’
এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর জন্য ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।