DhakaSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মডেল কেয়ারটেকারদের পঞ্চম দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Link Copied!

ষ্টাফ রিপোর্টার :  রাজশাহী‌ বিভাগের মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতির  আয়োজনে কেয়ারটেকারদের ন্যায্য অধিকার, চাকরি স্থায়ীকরণ ও সরকারি সুযোগ-সুবিধাসহ পঞ্চম দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেই লক্ষ্যে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় চত্বরে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং তারা তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিক হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘ ৩৫ বছর ধরে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান সময়ে মাত্র ৭ হাজার ৫০০ টাকা সম্মানী দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। এই অল্প পরিমাণ অর্থ দিয়ে পরিবার চালানো সম্ভব নয় অথচ তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পরিশ্রম করছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন।
তারা আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মচারীরা যথাযথ বেতন স্কেলে কাজ করলেও মডেল কেয়ারটেকাররা এখনও বঞ্চিত রয়েছেন। ফলে তারা আর্থিক সংকটে ভুগছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেয়ারটেকাররা শুধু ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নন; বরং স্থানীয় পর্যায়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রমসহ নানা সরকারি উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছেন। তবুও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন,“আমরা দিনের পর দিন পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি না। ৩৫ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করছি, কিন্তু এখনো আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান যুগে ৭,৫০০ টাকা সম্মানী আমাদের জন্য চরম বৈষম্য। অবিলম্বে আমাদের স্কেলভুক্ত করা হোক, নইলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।