DhakaSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় শতভাগ গাছে আমের মুকুল-চাষীদের হাসি মুখ

Link Copied!

ফজলুর রহমান মুক্তা : আমের জন্য বিখ্যাত রাজশাহী জেলা । আর সেই বিখ্যাতির মাঝে মষ্টিি আর সু-স্বাদু আম পাওয়া যায় রাজশাহীর বাঘা উপজেলাতে । এখন ফাল্গুল মাস। বিভিন্ন এলাকার মত এই দিকেও দেশিয় আম গাছ ছেয়ে গেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুলের সমারোহ লক্ষ্য করা গেছে। এবার প্রকৃতিতে শীতের প্রকোপ সঠিকভাবে থাকায় প্রায় শতভাগ গাছে আমের মুকুলে ছেঁয়ে গেছে।

বাঘা উপজলোর কৃষি অধদিপ্তর সূত্রে জানা যায়, এ উপজলোয় প্রায় এলাকায় আমের চাষ করা হয়। সারা উপজলো জুড়ে লক্ষাধিক আমের গাছ ও শত শত আমের বাগান রয়েছে। আমরে মুকুল আসার সময়ে যেমন আবহাওয়ার প্রয়োজন, এ বছর ঠিক তেমনি আবহাওয়ার বিরাজ করেছ। ডিসেম্বরের শেষ থেকে র্মাচের প্রথম সপ্তাহ র্পযন্ত আম গাছে মুকুল আসার আর্দশ সময়। এ সময়ে মুকুলের প্রধান শত্রু শীতের কুয়াশা। যা বর্তমান নাই বললেই চলে ।

বর্তমান আকাশে উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সম্পূর্ন ভাবে আসচ্ছে। হিমসাগর, চোষা, ল্যাংড়া, নাগ ফজলি, আলতাপটে, রানি পছন্দ, দুধ সর, আম্রপালি, লক্ষনভোগ, ফজলি ইত্যাদি জাতরে আম চাষ হয় এ অঞ্চলে।সরজমিনে আমচাষীদের সাথে কথা বলে জানা যায়, তারা এ বছর ভালো ফলনের স্বপ্ন বুনছেন। আর আশাও করা যাচ্ছে এ বছর সর্বত্র আমরে মুকুল দেখা দেওয়াই ভালো ফলন হবে । বাঘা উপজলোর আটঘরিয়া বলিহার,মনিগ্রাম, পাকুড়িয়া, বাউসা অঞ্চলে আম গাছের পরমিান বেশি।

উপজেলার বাউসা ইউনয়িনের আম চাষী মন্টু ইসলাম বলনে, আমার ১ টি বড় বাগান আছে যখোনে প্রায় সকল ধরনরে আম গাছ আছে। প্রতিটি আম গাছে গত বছরের চাই এ বছর পর্যাপ্ত মুকুল দেখা দিয়েছে । এ বার মুকুল আশার সময়ে কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটতি হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতকি দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

বাঘা উপজলোর কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানিয়েছেন, এ বছর বাঘায় প্রতিটি অঞ্চলে গাছে গাছে মুকুলের সমারহ দেখা যাচ্ছে । গাছে গাছে মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।  আমরা সব সময় আধুনিক পদ্ধতিতে প্রতিনিয়িত আম চাষী ও গাছ মালিকদের সঠিকভাবে মুকুল পরিচর্যা করার পরার্মশ দিয়ে যাচ্ছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।