বাংলার সকাল ডেস্ক : পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাড় থেকে নামেনি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবিও করেন তিনি।
শরীয়তপুরের নায়েবে আমির কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।