ষ্টাফ রিপোর্টার : রাজশাহীতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতিটি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাস মালিক সমিতি কুমারপাড়া রাইডাকে ৩০রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রথমে বাংলাদেশ সড়ক পরিহন গ্রুপ ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে কুমারপাড়া রাইডার্স সব উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বল খেলে ১৬৩ রানে থামে তাদের ব্যাট।
খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী। তিনি একাই করেন ৮৮রান। এদিকে ম্যান অব দ্যা সিরিজ হন সাব্বির হোসেন। সর্বোচ্চ উইকেট শিকারী হলে নেহাদুজ্জামান নেহাদ। বিজয়ী দলকে তিন লক্ষ টাকা এবং রানার-আপ দলকে নগদ দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়।
সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহবায়ক মোজাদ্দেদ জামানী সুমন। বক্তব্য রাখেন সংঠনের নেতা আবুল কালাম আজাদ সুইট, হাসিবুল ইসলাম শাওন, জাকির হোসেন রিমন সহ নেতৃবৃন্দ।
আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আয়োজনে গত ১৫ ফেব্রুয়ারী এই টুর্নামেন্ট শুরু হয়। খেলায় মোট ৬টি দল অংশ নেয়। অয়োজন করে করে শহীদ আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন।