DhakaWednesday , 26 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী

Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা। দুর্গাপুর শালঘরিয়া নিগার মঞ্জিলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জামায়াতের সদস্যদের ভোটের মাধ্যমে মতামত গ্রহণ অনুষ্ঠানে দুর্গাপুর পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। মতামত গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত প্রদান করেন উপজেলার পুরুষ ও মহিলা রোকন এবং ওয়ার্ড সভাপতি- সেক্রেটারি, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিগন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় নির্বাচন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা আবুল হাসান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামান, দুর্গাপুর উপজেলার জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেনসহ প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।