DhakaMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ী ও ২ মটরসাইকেল আরোহীকে জরিমানা

Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ীকে ২৫০০ ও ২ মটর সাইকেল আরহির হেলমেট না থাকায় ১০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট   শাম্মী আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা। মূল্য তালিকা অনুসরণ না করা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে এই জরিমানা করা হয়।
সোমবার (১০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে সোয়েলের ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, সুমোন ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, তিতাস আলীর মুরগীর দোকানে ৫০০ টাকা ও ২ মোটরসাইকেল আরহির হেলমেট না থাকায়  ৫০০ করে মোট ১০০০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে বিভিন্ন দোকানদার কে সঠিক ভাবে মূল্য তালিকা টাঙ্গিয়ে তাবের ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্টেস্ট্রে বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।