DhakaMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি:সোমবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যার ফলে বিচারের দাবিতে কাউকে রাস্তায় নামতে হবে না। শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, যাতে করে বেতন-ভাতার জন্য শিক্ষকদের ভূখা মিছিল করতে না হয়। সুষম বন্টনের ভিত্তিতে দেশের অর্থনীতি পরিচালিত হবে, ফলে দেশে কোনো ভিক্ষাবৃত্তি থাকবে না। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধান এবং সংঘাতমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন ও তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজানে রোজার ভূমিকা অপরিসীম।

নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন,h কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, দুর্গাপুর পৌরসভা আমীর নূর আলম ও জামায়াত নেতা ডঃ সেলিম রেজা খান প্রমূখ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।