দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুরে অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩৮৩ পিস জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন উপজেলা হাসপাতালে সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা উন্নয়ন তহবিল থেকে ৩৮৩ পিস ইনসেপ্টা কোম্পানি থেকে ভ্যাটসহ প্রায় ২ লক্ষ টাকায় এই জলাতঙ্ক র্যাবিস ভ্যাকসিন ক্রয় করা হয়।
২০ মার্চ (বৃহস্পতিবার) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক ( র্যাবিস ভ্যাকসিন) হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলীসহ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, এডিপি থেকে চাহিদার ভিত্তিতে চিকিৎসা খাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদা মোতাবেক পুনরায় এ ধরনের প্রকল্প নেয়া হবে ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।