DhakaFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই

Link Copied!

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মোঃ আদম আলী (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মোবাইল, টাকা-পায়সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপরে। আহত আদম , উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মো. আলমগীরের ছেলে। গুরুত্ব আহতকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে ভিকটিম মোঃ আদম আলী ঝলমলিয়া বাজার হতে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরা অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এ সময় ভিকটিমকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে। তার নিকটে থাকা ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্র আঘতে গুরুতর আহত আদম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ ভিকটিমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।