বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ এ মোস্তাফিজুর রহমান বাবুর মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মসজিদে রবিবার
(২৩ মার্চ) তার সহপাঠীদের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সে রাজশাহী জিপিও তে ২০০০ সালে যোগদান করার পর থেকে রাজশাহী শহরের বিভিন্ন পোষ্ট অফিসে চাকরী করেছে। মোস্তাফিজুর রহমান বাবু। হঠাৎ হার্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে গত রোববার (১৬ মার্চ) ভোর ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মোস্তাফিজুর রহমান বাবু রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের মৃত মোমিন উদ্দিনের ছেলে।
তার মৃত্যুতে সহপাঠী (বন্ধু মহল) মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।