বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ভ্যারাসিটি কো-অপারেটিভ সোসাইটি (ভিএসসিএস) এর যৌথ আয়োজনে মানববন্ধন, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে সাড়ে ৫ টার সময় রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে মরিয়ম সহ সকল নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বাজারের একটি হলরুমে দোয়া মাহফিল ও ইফতারি করা হয়। দোয়া পরিচালনা করেন মওলানা মামুনুর রশীদ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি, জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. আব্দুল সালাম, সভাপতি, ভ্যারাসিটি কো-অপারেটিভ সোসাইটি।
আরো উপস্থিত ছিলেন, হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক বাঘা উপজেলা বাপা, অপুর্ব কুমার শাহা সাধারণ সম্পাদক বাঘা পৌর কমিটি বাপা, মাসুদ রানা সাধারণ সম্পাদক আড়ানী শাখা বাপা, উত্তম কুমার পাল সাংগঠনিক সম্পাদক বাঘা পৌর কমিটি বাপা, আমিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা পৌর কমিটি বাপা, মোস্তাফিজুর রহমান অনিক নির্বাহী সদস্য বাঘা উপজেলা, আমজাদ আলী খাঁ সাবেক বিএনপি নেতা সেক্রেটারি নারায়ণপুর বাজার কমিটি, মহসিন আলি সাংগঠনিক সম্পাদক আড়ানী শাখা বাপা, হামিদ মিয়া নিবাহী সদস্য বাঘা পৌর কিমিটি বাপা, ফারজানা ইয়াসমিন সাথী নির্বাহী সদস্য বাঘা পৌর কমিটি বাপা, হোসনেয়ারা খাতুন রিতা নির্বাহী সদস্য বাঘা পৌর কমিটি বাপা, সুভ্রত কুমার নির্বাহি সদস্য,
মনিগ্রাম ইউনিয়ন, সোহাগী আক্তারি মহিলা বিষয়ক সম্পাদীকা মনিগ্রাম ইউনিয়ন বাপা।
মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন। তারা বলেন, এই দেশে এমন আইন তৈরি করতে হবে যেন শিশু ধর্ষণের কথা কেউ চিন্তা করতে না পারে। সেই সাথে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন ও দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র বাঘা পৌর কমিটির সহসভাপতি বেনজির আহমেদ বিপ্লব।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।