দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যাদের সক্রিয় ভুমিকায় আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দুর্গাপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা ও পৌর বিএনপি, জেলা বিএনপি, দুর্গাপুর থানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী-রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিক,উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, বীর-মুক্তি যোদ্ধা আনিসুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুরের সকল বীর-মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধাদের স্ত্রী ও সন্তান, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।