DhakaThursday , 27 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার

Link Copied!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির কমান্ডারসহ সম্মানী ভাতা প্রাপ্ত  ৬২ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে মহাপরিচালকের প্রদানকৃত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার (অ:দা:) সাকিব উল মওলা এর নেতৃত্বে ঈদ উপহার বিবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রাজন কুমার,  উপজেলা প্রশিক্ষিকা মাহফুজা খানম, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, জুয়েল, আশরাফুল ইসলাম, ওয়ার্ড দলনেত্রী লাবনী, পলি, চম্পা, মহিমা,পাপিয়া সুলতানা, সবুজ, বিদ্যুৎ, লাইলি, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, জোৎস্না ও রায়হান প্রমুখ ।
উল্লেখ্য,  উপজেলার ৬২ জন সম্মানী ভাতা প্রাপ্তদের  মাঝে বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে  ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, লাচ্চা,লুডুস, সেমাই, দুধ সুজি, ঘি। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।