দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দুর্গাপুর উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে আজাহার (৪৫) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আজাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।