DhakaSaturday , 12 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

ব্যবসায় বরকত হয় যেভাবে

Link Copied!

ব্যবসা ইসলামে একটি সুন্নত বিষয়। নবীজি (সা.) নিজে ব্যবসা করেছেন। সাহাবিগণও ব্যবসা করেছেন। ব্যবসায় আল্লাহ জীবিকার বরকত রেখেছেন। ব্যবসায় লাভ-লস দুটোই হতে পারে। তবে ব্যবসায় বরকত ও কল্যাণ পেতে হলে কয়েকটি কাজ করতে হবেÑসকাল সকাল ব্যবসা আরম্ভ করতে হবে। কারণ আল্লাহ তায়ালা সকালের কাজে বরকত রেখেছেন। নবীজি (সা.)-ও দোয়া করেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য সকালবেলা বরকত দান করুন’ আর নবীজি (সা.) যখন যুদ্ধে কোনো বাহিনী পাঠাতেন, তখন দিনের শুরুতে পাঠাতেন। এই হাদিসের বর্ণনাকারী এক সাহাবি হজরত সখর গামেদি (রা.) ব্যবসায়ী ছিলেন। তিনি সকালবেলা ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেন এবং এতে তিনি অনেক লাভবান হয়েছিলেন। (আবু দাউদ : ২৬০৬)।

ব্যবসা-বাণিজ্যসহ যেকোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কারণ ব্যবসা জীবন-জীবিকার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। আর হাদিসে এসেছে, ‘প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, তা লেজকাটা তথা অসম্পূর্ণ ও বরকতহীন হয়’ (আবু দাউদ : ৪৮৪০)। অতিরিক্ত লোভ পরিহার করে আল্লাহর ওপর ভরসা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন’ (সুরা তালাক : ৩)। মুসলমানের জীবনে সাফল্যের অন্যতম সোপান হচ্ছে তাকওয়া বা আল্লাহভীতি। ব্যবসা-বাণিজ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। করণ আল্লাহ বলেছেন, ‘যে তাকওয়া অবলম্বন করবে, তিনি তার জন্য পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন, যা সে ধারণাও করেনি’ (সুরা তালাক : ২-৩)। সততা ব্যবসার অন্যতম মূলধন। শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যবসায়ী সততা ও সত্যবাদিতার ওপর দৃঢ় থাকবে, সে অবশ্যই সাফল্যের মুখ দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সত্য কথা বলতে আদেশ করেছেন। (সুরা আহযাব : ৭০)

বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করতে হবে। পণ্যে দোষ-ত্রুটি থাকলে স্পষ্ট বলে দিতে হবে। কারণ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বাধীনতা থাকবে (চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে) যখন তারা চুক্তির স্থান থেকে পৃথক না হবে। অতঃপর তারা যদি সত্য বলে এবং স্পষ্ট বর্ণনা দেয়, তা হলে তাদের ক্রয়-বিক্রয় চুক্তিতে বরকত দেওয়া হবে। আর যদি (দোষ-ত্রুটি) গোপন করে এবং মিথ্যা বলে, তা হলে তাদের চুক্তির বরকত মিটিয়ে দেওয়া হবে’ (বুখারি : ২০৭৯)। সত্যবাদী ব্যবসায়ীকে রাসুল (সা.) সুসংবাদও দিয়েছেন। আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহিদগণের সঙ্গে থাকবে’ (তিরমিজি : ১২০৭)। আল্লাহ তায়ালার গুণবাচক তিনটি নাম দ্বারা আল্লাহকে বেশি বেশি ডাকলেও ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। যেমন-১. ইয়া নাফি (হে লাভদানকারী)। ২. ইয়া রাজ্জাক (হে রিজিকদাতা)। ৩. ইয়া ফাত্তাহ (হে উন্মোচনকারী)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।