DhakaTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

ঢাকায় দুর্বৃত্তের হাতে বেক্সিমকো ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুন

Link Copied!

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজধানী ঢাকায় দুর্বৃত্তের হাতে বিপ্লব গাজী (৩৫) নামের এক বেক্সিমকো ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুন হয়েছে। নিহত বিপ্লব গাজী রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।
‎নিহত বিপ্লব গাজীর পারিবারিক সুত্রে জানা যায়, বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে ঢাকায় চাকরি করতেন বিপ্লব। সেই সুবাদে তিনি পুরান ঢাকায় ভাড়া বাসায় একাই থাকতেন। গত (১৩ এপ্রিল) রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা তার খোঁজে গ্রামের বাড়িতে ফোন করেন। তাতেও খোঁজ না পেয়ে গত (১৪ এপ্রিল) সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে তার খোঁজ জানতে চান। পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান বিপ্লবের নিথর দেহ।
‎ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিলো। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পৌছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।