বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদান করেছেন নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীগণ। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।
পরিচিতি সভায় সভাপত্বিত করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, ইকবাল হোসেন, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, আব্দুল লতিফ, শহীদুর রহমান, শিবির আহমেদ, নির্বহী প্রকৌশলী ও বিএমডিএ‘র সচিব এনামুল কাদের, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, আতিকুর রহমান, তোফাজ্জল আলী সরকার, রুবিনা খাতুন, ী সানজিদা খানম মলি, সেলিম রেজা, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক।
এছড়াও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান,মেকানিক ও সহকারী মেকানিকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এরপর বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এর নিকট থেকে সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব) দায়িত্ব বুঝে নেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি সভার শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে আবুল হায়াত মো: রফিক যুগ্মসচিব এর স্বাক্ষরিত তরিকুল আলমকে (৫৮৫৫) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়।