DhakaTuesday , 22 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

বাংলাদেশের বিপর্যয় দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও

Link Copied!

সিলেট টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটেও গতকাল অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম-মাহমুদুল হাসানদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করে জিম্বাবুয়ে।তবে আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে তারা। পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামাতে পেরেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। ফলে এখনও ৮২ রানে এগিয়ে আছে সফরকারীরা।দিনের শুরুটা হয় নাহিদ রানাকে দিয়ে। ৩ উইকেট নিয়ে প্রথম সেশনটা রাঙান তিনি। পরের সেশনে রান বাড়াতে থাকে জিম্বাবুয়ে। লিডও পেয়ে যায় তারা। তবে খুব বেশি লিড নেওয়ার আগেই শেষটা রাঙান মেহেদি হাসান মিরাজ। ৫ উইকেট নিয়ে গুটিয়ে দেন জিম্বাবুয়েকে।

দিনের শুরুতে বেন কারানকে ফিরিয়ে ১০৩ বলে করা ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। ৫৫ বলে ১৮ রান করে ফেরেন কারান। আরেক ওপেনার বেনেট ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করলেও নাহিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। জাকের আলিকে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফেরেন তিনি।তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ এরভিন। তবে থিতু হয়ে থাকা জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট তুলে নেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে এরভিন ফিরলে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে।

লাঞ্চের পর মাঠে নেমে ৮৭ বলে পঞ্চাশ তুলে নেন উইলিয়ামস। তাকে সঙ্গ দেওয়া মাধেভেরেকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকফুটে খেলতে দিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। কিছুক্ষণ পর চার মেরে তাদের লিড এনে দেন নিয়াশা মায়াভো।লিডের পর টিকতে পারেননি উইলিয়ামস। ছক্কা মারতে গিয়ে জয়ের তালুবন্দি হন তিনি। ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫৯ রান করে ফেরেন সাজঘরে। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ফিরে টিকতে পারেননি মায়াভো। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৪ বলে ৩৫ রান করে। কিছুক্ষণ পর থিতু হওয়া মাসাকাদজাকেও ফেরান বাংলাদেশি স্পিনার।
নবম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। কিন্তু এই জুটি লম্বা করতে দেননি মিরাজ। তার বল বেরিয়ে এসে খেলতে পারেননি মুজারাবানি। পেছনে থাকা জাকের আলি স্টাম্পিং করে নিয়ে নেন উইকেট। ১৬ বলে ১৭ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। এরপর ভিক্টর নিয়াউচিকে (৭) ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মিরাজ।২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজের পাশাপাশি ৩ উইকেট নেন নাহিদ। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।