বাংলার সকাল ডেস্ক: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মাঝে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান প্রথমে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী।শুক্রবার রাতে কাশ্মীর সীমান্তের একাধিক পয়েন্টে পাকিস্তানি সেনারা কোনো কারণ ছাড়াই গুলি চালায় বলে ভারতীয় সেনাদের বরাতে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
দিল্লির অভিযোগ, টানা দুই রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করছে। সীমান্তে ভারতের প্রস্তুতি ও সতর্কতা যাচাই করতেই ইসলামাবাদ এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছে ভারতের সেনাবাহিনী।এসব ঘটনায় উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছেন ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী হাফিজ সাঈদ।এ ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। সিন্ধু নদী পানি চুক্তি বাতিলের হুঁশিয়ারির পাশাপাশি পাকিস্তানকে এক ফোঁটা জলও না দেওয়ার ঘোষণা এসেছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে ভিসা পরিষেবা, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং পাকিস্তানের নাগরিকদের দেওয়া হয়েছে দ্রুত নিজ দেশে ফেরার নির্দেশ।
জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। বাতিল করেছে সব দ্বিপাক্ষিক চুক্তি, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তিও। বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানোর অনুষ্ঠান। ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা।