DhakaWednesday , 2 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাঘায় নিখোঁজের তিন দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাঘায় নিখোঁজ হওয়া সাব্বির হোসেন নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার মনিগ্রাম ইউপির তুলশীপুর এলাকার একটি আম বাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউপির আড়পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
গত রোববার বিকেল ৪টায় সে তার পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পবিহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো।
নিহতের স্বজনরা জানায়, লেখাপড়ার খরচ যোগাতে কোন কোন দিন বিকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্য বের হতো সাব্বির হোসেন। ফিরতো সন্ধ্যার আগে কিংবা কিছুৃ পরে। রোববার স্কুল ছুটির পর ভ্যান নিয়ে বের হয়েছিল সাব্বির। এরপর সে আর বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। এ সময় তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন সোমবার বিকেল ৫টায় বাঘা থানায় সাধারণ ডাইরী করা হয়। পরে পুলিশের অভিযানে গত সোমবার দুপুর আড়াই টার দিকে চারঘাট-বাঘা সড়কের আটঘরি এলাকায় একটি আম বাগানে ব্যাটারি বিহীন পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়।
সর্বশেষ আজ মনিগ্রাম দাখিল মাদ্রাসা সংলগ্ন আমবাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সাব্বির হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।