বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় আকাশ গ্রুপের অংগ সহযোগী প্রতিষ্ঠান আকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মচমইল বেলতলা মোড়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আকাশ গ্রুপের চেয়ারম্যান আবুল হোসেন আকাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, শ্রী গোপাল চন্দ্র।
এ সময় আকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক শাহ আলম, ফিল্ড অফিসার পুলক কুমার, শামীমা খাতুন, আফজাল হোসেন, আনোয়ার হোসেন সহ আকাশ গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।